amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৩ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সমুদ্র উপকূলে ভাসমান নৌকা থেকে ১০ জনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান নৌকা থেকে ১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) সকাল থেকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, দুই-তিন সপ্তাহ আগে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে এ পর্যন্ত ১০টি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান চলছে।

এদিকে স্থানীয় জেলেদের দাবি, কিছুদিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে একটি মাছ ধরার নৌকায় একদল ডাকাত হামলা চালিয়েছে। ডাকাত দল লুটপাট করে জেলেদের খুন করেছে। শনিবার কক্সবাজারের নাজিরারটেকের একদল জেলে সাগরে ভাসতে থাকা নৌকাটি কূলের কাছাকাছি নিয়ে আসে।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ট্রলারের ভেতরে থাকা লাশ পচে গেছে। ধারণা করা হচ্ছে ১০/১২ দিন আগে নৌকায় হামলা চালায় ডাকাতরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।