আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করতে প্রস্তুত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
ইতোমধ্যে সকল নেতাকর্মীদের সমাবেশে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন।
১লা সেপ্টেম্বর ছাত্রসমাবেশ নিয়ে জবি ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুসারে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তৃতা শোনার জন্য আমরা অধিক আগ্রহে অপেক্ষা করছি সেই সাথে সুশৃংখলভাবে সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশ সফল করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ব্যাপক ভূমিকা পালন করবে।
সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ইতিমধ্যে শৃঙ্খলা কমিটি, আপ্যায়ন কমিটিসহ বিভিন্নভাবে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে আমরা পহেলা সেপ্টেম্বরের সমাবেশ কে সফল করতে পারি। সেই সাথে আমাদের নারী নেত্রীদের জন্য কেন্দ্র থেকে শাড়ি উপহার দেয়া হয়েছে, সেই শাড়ি পড়ে আগামীকালের সমাবেশে উপস্থিত থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা ও বক্তব্য শোনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অধিক আগ্রহে অপেক্ষা করছে।