amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের সাথে বটিয়াঘাটা ওসির মতবিনিময় সভা

খুলনা প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনার বটিয়াঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে বটিয়াঘাটা থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবিরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার (১৫ মার্চ) সন্ধায় ওসির কার্যালয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সক্রিয় সংবাদ কর্মীদের পেশাগত কাজে নবাগত ওসির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোঃ জাহেদুর রহমান, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ খান, সহ-সভাপতি আহসান কবির, হিরামন সাগর, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ মোঃ তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তুরান হোসেন রানা, আসাদুজ্জামান উজ্জ্বল, মোঃ ইমরান হোসেন, শিহাব উদ্দিন দোলন, রতন সাহা, মোঃ রুবেল হোসেন।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানিয়ে স্থানীয় সাংবাদিকের ওসি শওকত কবির বলেন, আদর্শ সমাজ গঠনে কাজ করে সাংবাদিকরা। সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে এই প্রত্যাশা করে ওসি আরো বলেন মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, বাল্য বিয়ে এবং ইপটিজিংসহ সমাজে যে কোন অপরাধ বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকল সাংবাদিকদেরকে আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।