amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৮ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নাদিম হত্যার বিচাররের দাবীতে ঝালকাঠিতে সাংবাদিকদের মানববন্ধন

ইমাম বিমান
জুন ১৮, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম, মানব জমিন ও একাত্তর টেলিভিশনের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার বিচার দাবীতে ঝালকাঠি জেলার সকল সাংবাদিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে রবিবার সকাল ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ের সাম্মুখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির পালন করে।

মানববন্ধন চলাকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও মুক্তিযোদ্ধা যমুনা টিভির জেলা প্রতিনিধি দুলাল সাহা, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহা, এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এ কে এম মোতালেব হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, সাংবাদিক আতিকুর রহমান, মানিক আচার্য্য ও এম এম রাজ্জাক বক্তব্য রাখেন।

উক্ত মানববন্ধনে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনকি সম্পাদক খালিদ তালুকদার, কোষাধ্যক্ষ রুহুল আমিন রুবেল, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক এজিএম মিজানুর রহমান, মিডিয়া ফোরামের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক রুবেল হোসেন, সাংবাদিক উজ্জল হোসেন, গাজী গিয়াস উদ্দিন, সাংবাদিক আরিফুর রহমান রায়হান, সাংবাদিক ইমাম হোসেন বিমান সহ সর্বস্থরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িত প্রত্যক খুনীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমূখী করার ও স্বাধীনতার পর থেকে এ যাবত খুনের শিকার হওয়া সকল সাংবাদিকদের অবিলম্বে বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন বা হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করার দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।