amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম সাগরদী অনলাইন ফোরামের শীতবস্ত্র বিতরণ

মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
জানুয়ারি ১৪, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

মানবিক সাগরদী, পজেটিভ সাগরদী এই স্লোগানকে প্রতিপাদ্য বিষয় করে প্রতিবছরের মতো এবছরও অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পশ্চিম সাগরদী অনলাইন ফোরাম নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

১৪জানুয়ারি (শনিবার) সকালে এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠান আল হেরা ইসলামিক একাডেমীক ভবনে প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে ফোরাম’র সংগঠনিক সম্পাদক রাজন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, হাজী আব্দুল মতিন, বিশিষ্ট সমাজ সেবক আলতাফ হোসেন মুন্সী বিআইডব্লিউটিএ (চাঁদপুর) এর কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, সমাজের সামর্থ্যবানদের উচিত তাদের সাধ্যমতো অসহায় মানুষের সহযোগিতা করা। সমাজ উন্নয়নের জন্য সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। তারা সবসময় ফোরাম’র সাথে থাকবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফোরাম’র পক্ষ হতে উপস্থিত ছিলেন, ফোরাম’র সদস্য মোহাম্মদ রিয়াজ,খালেদ, জাহিদ, তারেক, শাকিল, ইমন সহ অন্যান্য সদস্যবৃন্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।