amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৭ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাঞ্জুজনের বাজিমাত, প্রশংসায় পঞ্চমুখ

মুক্তকণ্ঠ ডেস্ক:
জুন ৭, ২০২৩ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় মডেল চিত্রনায়ক সাঞ্জু জন। সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম,ওয়েব সিরিজ,এমনকি বিগ বাজেটের মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে।বেশ কিছুদিন আগে হিন্দি একটি মিউজিক ভিডিও প্রকাশ পায়, যেটি বেশ আলোচিত হয়। তবে মুক্তির অপেক্ষায় আছে তার অনেকগুলো সিনেমা।তার মধ্যে সেন্সর পেয়েছেও বেশ কয়েকটি। সিনেমাগুলো হচ্ছে – কুস্তিগির, চব্বিশ তিন এর রাত, হৃদ মাঝারে তুমি, যার নয়নে যারে লাগে ভালো, বন্ধন,অন্তর্জাল, এবং সোলমেট।ওয়েব সিরিজের মধ্যে আছে ইনফিনিটি সিজন-২ এবং নেটওয়ার্ক।

সম্প্রতি মুক্তি পেয়েছে সৈকত নাসির পরিচালিত সুলতানপুর নামক একটি সিনেমা। যে সিনেমায় অভিনয় করছেন সাঞ্জু জন, অধরা খান,সুমন ফারুক, আশিস খন্দকার, রাশেদ মামুন অপু, মৌমিতা, শাহিন মৃধা সহ অনেকেই। তবে আলোচনায় রয়েছেন নিজের চরিত্র দিয়ে সাঞ্জু জন।সুলতান হায়দার খিলজির চরিত্রটি বেশ উপভোগ করেছেন পর্দায় দর্শকরা। নতুন লুক ও একদমই ভিন্ন রোল প্লে করেছেন অভিনেতা। প্রশংসায় ভাসছেন তিনি। ভিলেন নাকি নায়ক? এ নিয়ে তর্ক চলছে সিনে দর্শকদের নিউরনে।

সাঞ্জু জনের সাথে কথা হলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ! সবার কাছ থেকে এমন রেসপন্স পাবো ভাবতেই পারিনি। আসলে আমার চরিত্রটি ছিল একদমই আনকমন। আমাকে নায়ক ও ভিলেন দুই চরিত্রেই দর্শক ও সমালোচকদের মন কেড়েছে।প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত সিনিয়র শিল্পী ও সাংবাদিক এবং সিনেমা আলোচকদের কমেন্টস আমাকে উৎসাহ দিচ্ছে। এরইমধ্যে আবার অন্তর্জাল সিনেমাটির টিজারে আমাকে দেখে অনেকেই প্রশংসা করছেন।আশা করছি সুলতানপুর সিনেমায় যেমন আমাকে দর্শক গ্রহণ করেছেন ঠিক অন্তর্জালেও আমাকে সম্পূর্ণভাবে ভিন্ন চরিত্র দেখবে, অনেক গুরুত্বপূর্ণ একটি চরিত্র এখানে। সুলতানপুরের মতও অন্তর্জাল নিয়েও আমি অনেক আশাবাদী।

নতুন কাজের প্রসঙ্গে সাঞ্জু জন বলেন, আমি ডিফারেন্ট টাচের গল্প নিয়ে কাজ করতে ভালোবাসি।বেছে বেছে কাজ করি এই কারণে আমার সিনেমার সংখ্যাও খুব কম।অনেকগুলো সিনেমা মুক্তির অপেক্ষায় আছে,সব দারুন সাসপেন্স আর ঘটনায় ঘেরা গল্প। আশা করছি ঠিক সময় মুক্তি পেলে অনেক সাড়া পাবে। এই ঈদে এবং ঈদের পরেও সিনেমা মুক্তি পাবে। কয়েকজন পরিচালক জানালেন।এছাড়াও সুলতানপুর মুক্তির পরে অনেক পরিচালকদের সাথে সিনেমার গল্প নিয়ে কথা হচ্ছে, হয়তো আমাকে নিয়ে ভাবছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।