amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রতিক দেশকাল সম্মাননা পেলেন লেখক শাম্মী তুলতুল

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সাম্প্রতিক দেশকাল পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও ভাষার মাস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম একাডেমি হলে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় সাম্প্রতিক দেশকাল সম্মাননা পেয়েছেন উপন্যাস লেখিকা শাম্মী তুলতুল।

সম্মাননা প্রাপ্তিতে তুলতুল আমাদের মুক্তকণ্ঠকে বলেন, আমি অনেক পুরস্কার পেয়েছি কিন্তু একটি জাতীয় পত্রিকা থেকে পুরস্কার এই প্রথম পেলাম। এটি ভাষার মাসে আমার লেখালেখির জন্য অনন্য প্রাপ্তি বয়ে আনবে। অনেক আনন্দিত আমি। আমি এই পুরস্কার আমার বাবা- মা আর সকল বন্ধু, পাঠকদের দোয়া আশীর্বাদে পেয়েছি। এই পুরস্কার আমি ভাষার মাসে ভাষা শহীদের প্রতি উৎসর্গ করলাম।

পত্রিকাটির চট্টগ্রাম প্রতিনিধি ইমরান সোহেলের সার্বিক তত্ত্বাবধানে এবং দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মুক্তিযোদ্ধা ফজল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- নাট্যজন সজল চৌধুরী, কবি মাদল বড়ুয়া, জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম এবং রাজনীতিবিদ মিঠুল দাশ গুপ্তসহ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ খবর প্রচার করেন সাম্প্রতিক দেশকাল। দশ বছর কম সময় নয় এই পত্রিকার সফলতা। ভাষার মাসে এই অনুষ্ঠান আরও দিগুণ সাফল্য বয়ে আনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।