বই পড়ার আনন্দকে ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন শ্লোগানের উদ্যোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পাবলিক লাইব্রেরীর আত্মপ্রকাশ ঘটেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্রে করে মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় “বই হোক বন্ধু- বিকাশে ও জ্ঞানে” স্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের এম এস টাওয়ারে লাইব্রেরী প্রঙ্গনে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারায়নগঞ্জের একঝাঁক স্বপ্নবাজ তরুণের সম্বনয়নে দীর্ঘ পাঁচ বছর যাবৎ মানবিক ও সামাজিক কাজ করে আসছে ‘শ্লোগান’ নামের একটি সামাজিক সংগঠন। তাদের মেধা, শ্রম ও সময়ের ফসল এ পাবলিক লাইব্রেরী।
মীর ছিবগাতুল্লাহ তকির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মেন্টর বায়েজিদ আলম, আমাদের নতুন সময়ের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তাক আহমেদ শাওন, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক রাশেদুল হাসান, আজকের পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাবিত আল হাসান, শ্লোগানের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ও শ্লোগানের পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
সভায় বক্তারা বলেন, বই আমাদের অন্তর চক্ষুকে অবাধভাবে খুলে দেয়। আত্মা ও সমাজ পরিবর্তনে হাতিয়ার জ্ঞান, যে জ্ঞান পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়। আগামী প্রজন্মের সুস্থ বিকাশের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু-কিশোরদের বই পড়ার জন্য আগ্রহী করতে প্রতিটি এলাকায় পাবলিক লাইব্রেরী প্রয়জোন। এই লাইব্রেরী এলাকার আগামী প্রজন্মকে বইমুখী করে তুলতে অবদান রাখাবে। মোবাইলের কারণে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস অনেকটাই হাড়িয়ে গেছে। এই লাইব্রেরী হাড়িয়ে যাওয়া অভ্যাস আবারো ফিরিয়ে আনবে।