amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৯ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিরিজের শেষ ম্যাচে দল থেকে ছিটকে গেলেন ইবাদত

মুক্তকণ্ঠ স্পোর্টস ডেস্ক:
জুলাই ৯, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে বল করার সময় বাম হাঁটুতে চোট পেয়েছেন এবাদত হোসেন। চোট গুরুত্বর হওয়াই চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। শুধু তাই নয়, টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

রোববার ( ৯ জুলাই ) জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবাদতের ইনজুরির সর্বশেষ অবস্থা জানিয়েছেন। তিনি বলেন, এবাদতের হাঁটুর চোট এখনো সারেনি, তার হাঁটুর অবস্থা বুঝতে এমআরআই করা করতে দেয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলতে পারবেন কিনা।

শনিবার দ্বিতীয় ওয়ানডেতে নিজের স্পেলের শেষ ওভার করার সময় বল করার আগে উল্টে পড়ে যান এবাদত। মাঠে বেশ কিছুক্ষণ শুয়ে থাকেন তিনি। পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই পেসার। চোটের কারণে ব্যাটিংয়েও নামতে পারেননি।

জানা গেছে, শনিবার ম্যাচ শুরুর আগেও একবার মাঠে পড়ে গিয়েছিলেন এবাদত। এসময়ও একই হাঁটুতে ব্যথা পেয়েছিলেন তিনি।

ম্যাচের সময় দল থেকে বলা হয়েছিল, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে তাকে। তবে ২৪ ঘণ্টা পার হতেই জানা গেল সিরিজের শেষ ম্যাচটি আর খেলা হচ্ছে না তার।

আগামী মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে। ১৪ ও ১৬ জুলাই  টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ হবে সিলেটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।