amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৭ জুন ২০২২

সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডের গভীর শোক ও সমবেদনা জানান আ,জ,ম নাছির উদ্দিন

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুন ৭, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ,জ,ম নাছির উদ্দিন।

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যক রাজধানী দুবাই অবস্থান কালে তিনি এ সমবেদনা জানান। গতকাল বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সৌজন্য সাক্ষাতকালে সাবেক মেয়র আ,জ,ম নাছির উদ্দিন বলেন, অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক ঘটনা। ঐসময় আমি আকাশ পথে ছিলাম, কারণ তখন দুবাইয়ের উদ্দেশ্যে দেশ থেকে বিমানে যাত্রা শুরু করি।

তিনি আরো বলেন, আহতদের চিকিৎসা সেবাই যাতে ঘাটতি না হয় সেজন্য দুবাই থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখে যাচ্ছি।

শনিবার গভীর রাতে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌছালে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটি সহ সরকারি দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আ,জ,ম নাছির উদ্দিনকে বরণ করে নেন এবং দুবাই জুমেইরা রেফল হোটেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এতে আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুহাম্মদ শওকত আকবর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ এমদাদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স এ্যাওয়ার্ড প্রাপ্ত বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ আরিফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন, মুহাম্মদ আমিন, মুহাম্মদ খোরশেদ, মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ আবছার, মুহাম্মদ দিদার সহ আরও অনেকে।

আ,জ,ম নাছির উদ্দিন সরকারের প্রশংসা করে প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের কথা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।