জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর উদ্যোগে সুইড
জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২৫ জুন) দুপুরে সুইড জামালপুর
বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সুইড জামালপুরের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, সদস্য জি.এম ফারুক প্রমূখ।
সুইড জামালপুর বুদ্ধি ও প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়
এসময় সুইড জামালপুর এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীমা রাণী সহ অন্যান্য শিক্ষক,ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।