amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সুইড জামালপুরের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

জামালপুর প্রতিনিধি:
জুন ২৫, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর উদ্যোগে সুইড
জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৫ জুন) দুপুরে সুইড জামালপুর
বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সদস্য আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সুইড জামালপুরের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, সদস্য জি.এম ফারুক প্রমূখ।

সুইড জামালপুর বুদ্ধি ও প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়

এসময় সুইড জামালপুর এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীমা রাণী সহ অন্যান্য শিক্ষক,ছাত্রছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।