ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকাল ৩:৩০-৫:০০ পযর্ন্ত অনুষ্ঠিত হয়েছে ভর্তিযুদ্ধ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কার্জন হল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন এবং প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের ভর্তি যুদ্ধে এবার মোট ১ হাজার ৫৫৫টি আসনের বিপরীতে ১৪ হাজার ২৪২ জন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতি আসনের বিপরীতে লড়াই করছে দশ জন। ভর্তি পরীক্ষা ঢাকার ১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রশ্নের মান ভালো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষাথীরা। মোট ১৫ টি কেন্দ্র নিয়ে এ পরীক্ষা সম্পন্ন হয় কেন্দ্র গুলো হলো ঢাবি কার্জন হল,মোকাররম ভবন,উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,ইউনিভার্সিটি ল্যাাবরটরি স্কুল এন্ড কলেজ,বেগম বদরুন্নেসা কলেজ,ইন্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ,আজিমপুর সরকারি মহিলা উচ্চ বিদ্যালয়,ইন্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ। পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা নিয়ে নানা উদ্বেগ দেখা যায় ফুটপাতে বসে বই পড়া এ যেনো শেষ প্রস্তুতি। প্রতিবারের মত এবারও ৪টা বিষয়ের উপর ১২০ নাম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পদার্থে ৩৫ নম্বর, রসায়নে ৩৫, গণিতে ৩৫ এবং ইংরেজিতে ১৫ নম্বর থাকবে। ১২০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সময় ছিলো ৯০ মিনিট। পাস মার্কস ৪৮। ভুল উত্তরের জন্য কোন নেগেটিভ মার্কিং ছিলো না।
শিক্ষাথীরা খুব উল্লাসের সাথে পরীক্ষা দিয়ে বের হয়েছে এবং বলেছে তাদের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে। প্রশ্নের মান নিয়ে তারা সন্তুষ্ট। তারা এখন একটি ভালো ফলাফল এর অপেক্ষায় আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে সর্বমোট সিট সংখ্যা ১৪৯৫টি সরকারি সিট সংখ্যা ৪৮০টি এবং বেসরকারি তে সিট সংখ্যা ১০১৫ টি।
সরকারি ইন্জিনিয়ারিং কলেজ গুলো হলো ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। অন্যদিকে বেসরকারি ইন্জিনিয়ারিং প্রতিষ্টান গুলো হলো , শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (স্টেক), কে এম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ, সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি। একমাত্র পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ।