amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১২ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সূর্যগিরি আশ্রমের মহাঅষ্টমী তিথিতে ফটিকছড়ি পূজা উদ্যাপন পরিষদের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৪ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির ও নবগ্রহ মন্দির প্রাঙ্গণে সূর্যগিরি আশ্রমে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে মহাঅষ্টমী তিথিতে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ফটিকছড়ি পূজা উদ্যাপন পরিষদ আহ্বায়ক কমিটি পরিদর্শন করে। সংগঠনের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্চনা রানী আচার্য। এ সময় আরও বক্তব্য রাখেন রূপনা আচার্য, দীপন ভট্টাচার্য, টিটু চৌধুরী, ধীমান দাশ ও সমীর কান্তি দাশ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. বিজয়কৃষ্ণ বৈষ্ণব, ফটিকছড়ি পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরী, আহ্বায়ক সন্তোষ কুমার শীল, কাজল শীল, সুজিত চক্রবর্তী, সত্যজিৎ খাস্তগীর, বিপ্লব খাস্তগীর, পিন্টু শীল, রূপম ভৌমিক, বাসু ঘোষ, পলাশ নাথ, তাপস চক্রবর্তী, মিলন দাশ। এ সময় গীতা ও চণ্ডীপাঠ প্রতিযোগিতায় প্রায় ৮০ ছাত্রছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।