সৌদি আরবের আকাশে রবিবার (১৮ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে হজের দিন মঙ্গলবার, ২৭ জুন এবং পবিত্র ঈদুল আযহা বুধবার, ২৮ জুন ২০২৩ নির্ধারণ করা হয়েছে।স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন ।
অবশ্য এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদযাপন করা হবে বলে এমন তথ্য গণমাধ্যম গুলোতে জানানো হয় ।
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী হালাল পশু কোরবানি করে থাকেন।
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলিমরা এই উৎসব উদযাপন করে আসছেন ।
প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের প্রায় সকল দেশের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী মুসলিম নারী ও পুরুষ ।