সৌদি আরবের পবিত্র হজ পালন করতে গিয়ে আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) মদিনা নগরীর একটি হাসপাতালে হজযাত্রী নাম আবুল হোসেন (৭৩) নামে বাংলাদেশি হাজী
ইন্তেকাল করেন।
আবুল হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের বড়বাড়ী গ্রামের বাসিন্দা ও ওই এলাকার হালিম উদ্দিনের সন্তান ।
তথ্যে জানা যায়, পবিত্র হজ পালন করার জন্য গত ১৩ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পবিত্র মক্কা শরীফের উদ্দেশ্য বাংলাদেশ ত্যাগ করে। উনার ফিরতি ফ্লাইট ছিলো আগামী মঙ্গলবার(১৮ জুলাই)। হজ সম্পন্ন হওয়ার পর মদিনা নগরীতে অবস্থান কালে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সৌদি আরব সময় তিনটার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
শুক্রবার মসজিদে নববীতে জুমআর নামাজের পর জানাযা শেষে জান্নাতুল বাকীতে তাকে দাফন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।