amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদির মোট জনসংখ্যার প্রায় ৪২ শতাংশ প্রবাসী নাগরিক

Link Copied!

সৌদি আরবের বর্তমান জনসংখ্যা বেড়ে ৩ কোটি ২২ লাখের অধিক পৌঁছেছে । ২০২২ সালের আদমশুমারির ভিত্তিতে বুধবার এ তথ্য জানিয়েছে দেশটির জনসংখ্যা পরিসংখ্যান কর্তৃপক্ষ।

তথ্যে জানা যায়, সৌদির জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ বা ১ কোটি ৮৮ লাখ মানুষ জন্মসূত্রে দেশটির নাগরিক। বাকি ১ কোটি ৩৪ লাখ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা, যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।

আদম শুমারি অনুযায়ী, সৌদি আরবের লোকজনদের বর্তমান গড় বয়স ২৯ বছর করে। দেশটির নাগরিকদের মধ্যে ৩০ বছরের কম বয়সী ৬৩ শতাংশ।

পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সৌদি আরবের মোট জনসংখ্যার ৬১ শতাংশ (১ কোটি ৯৭ লাখ) পুরুষ। এবং নারীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ,যা মোট জনগোষ্ঠীর ৩৯ শতাংশ।

আদম শুমারির বিষয়ে সৌদির অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের চেয়ারম্যান ফয়সাল আল-ইব্রাহিম জানিয়েছেন, ২০২২ সালের আদমশুমারি গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প।এর ফল হবে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, অর্থনৈতিক ও সামাজিক নীতির উন্নয়ন, বিভিন্ন খাতের জন্য উন্নয়ন পরিকল্পনা তৈরি করা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।