amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী, সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

শামীম আউয়াল:::
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

গত ৮ই সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানী ঢাকার কেন্দ্রীয় কচি কাচার মেলা প্রাঙ্গণে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী, আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অত্যন্ত জাঁকজমক পূর্ণ আয়োজনে  অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রিয় আবৃত্তি শিল্পী  আমজাদ শ্রাবণ ও কবি জাহানারা রেখার যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম মুহতাদি এর দিক নির্দেশনায় অনুষ্ঠানের ১ম পর্বে  শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন কবি নুরুল হুদা নুরি, গীতা পাঠ করেন,,অয়ন কুমার সরকার, এ সময় মঞ্চে উপস্থিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেওয়ার পাশাপাশি ফুল দিয়ে বরণ করে নেন কবি তাসনুভা তুশিন ও মাহিনুর মাহি।

স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কে এম সফর আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমী সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন,১ম পর্বের  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন- ১ম পর্বে শিক্ষাবিদ ও সংগঠক অধ্যাপক ইউনুস মোল্লা, ২য় পর্বে বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত ছড়াকার আসলাম সানি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ১ম পর্বে ডেমোক্র্যাটিক পার্টি বাংলাদেশ এর চেয়ারম্যান এস এম আশিক বিল্লাহ, লেখক সংগীতজ্ঞ জ্ঞান তাপস প্রাকৃতজ শামীম রুমি টিটন।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার  ফারুক জাহাঙ্গীর, অভিনেতা ও কবি সোহেল রশিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  কবি ও ছড়াকার নুরুল হুদা নুরি, কথা সাহিত্যিক মাসুম মুহতাদি। এছাড়া ও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হাসিনা মমতাজ, কৃষিবিদ আনন্দ চন্দ্র দাস, বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক আবু তাহের, অধ্যক্ষ মতলব হোসেন, কবি অনিক রহমান বুলবুল, কবি শাহজালাল বিল্লাহ,শতরুপা সাহিত্য পরিষদের সভাপতি রুস্তম আলী, লিজেন্ড ইন্টারন্যাশনাল চেয়ারম্যান রেজাউল করিম মুন্না,অধ্যাপক মোঃ সেলিম,কবি হাসনা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কবি পরিষদ প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বাঙালি, জাতীয় কবি পরিষদ প্রতিষ্ঠাতা পরিচালক টিপু রহমান, প্রিয়জন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী মোসলেহ উদ্দিন, আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী ড আলহাজ্ব শরিফ সিকি, বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা তাহেরা খাতুন, কবি ও কবিতার ভুবন প্রতিষ্ঠাতা ইশতিয়াক আহমেদ, অন্যভূবুন সাহিত্য পরিষদ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোহাম্মদ আমির হোসেন, প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বেলাল হাওলাদার, প্রিয়জন সাহিত্য পরিষদ মহাসচিব জহিরুল হক বিদ্যুৎ, কবি ও সংগঠক ডাঃ আব্দুল হাকিম, কবি ও সংগঠক অরুনা বেগম।

অনুষ্ঠানের এক পর্যায়ে আগত অতিথিদের সঙ্গে নিয়ে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুবর্ণ স্মৃতি নামক ম্যাগাজিন উন্মোচন করা হয়। পাশাপাশি স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের লোগো সম্বলিত ব্যাগ ও সকলের মাঝে বিতরণ করা হয়। দুপুর ২ টা থেকে শুরু হয়ে একটানা রাত ৯ টা পর্যন্ত  প্রাণবন্ত ও জাঁকজমক অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের ফাঁকে দেশ বরেণ্য আবৃত্তিকারদের কন্ঠে কবিতা, পুঁথি পাঠ ছিল বেশ উপভোগ্য।

সবশেষে দেশ ও প্রবাসের দুইশত সম্মানিত কবি সাহিত্যিকদের হাতে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।