amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

স্বাভাবিক পরিবেশ ফেরাতে হরতালকে লাল কার্ড দেখালো ইবি ছাত্রলীগ

ইবি প্রতিনিধি:
অক্টোবর ২৯, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নয়াপল্টনে (বিএনপি) মহাসমাবেশ নামে নৈরাজ্য, পিটিয়ে পুলিশ হত্যার প্রতিবাদ ও সারাদেশে অবৈধ হরতাল প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিএনপি-জামাতের যেকোনো নৈরাজ্য রুখতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রবিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদের নেতৃত্বে মিছিলটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক সহ শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে সমাপ্ত হয়। এ সময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বিএনপি জামাত শিবিরের যে নৈরাজ্য ও খুনের রাজনীতি সেটা গতকাল আবারও প্রমাণ করে দিয়েছে। জামাত বিএনপি সারা দেশে যে অবৈধ হরতাল দিয়েছে তা কিন্তু সারাদেশে মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা এই অবৈধ হরতালকে লাল কার্ড দেখিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিচ্ছি।

সমাবেশে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত সিদ্দিকী বলেন, গতকাল রাজধানীতে বিএনপি এবং জামায়েত-শিবির চক্র শান্তিপূর্ণ সমাবেশের নামে মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার মাধ্যমে যে পৈশাচিক আনন্দ উপভোগ করেছে তা অত্যন্ত নিন্দনীয় কাজ।

তিনি আরও বলেন, আমি মনে করি বিএনপি জামায়েত কখনো স্বাধীনতার চেতনায় বিশ্বাসী না। আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, এসময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা যেকোনো উপায়ে অস্থিতিশীল পরিবেশ রুখে দিতে, অবৈধ হরতাল প্রত্যাখ্যান করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে সর্বদা প্রস্তুত ও বদ্ধপরিকর বলে জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।