amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৮ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের কোরবানী পশুরহাট পরিদর্শন করেন পুলিশ সুপার!

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ৮, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!
হবিগঞ্জের কোরবানীর পশুর হাট বেচা কেনা ও ক্রেতা বিক্রেতা নিরাপত্তার বিধান সঠিক ভাবে পরিচালিত হচ্ছে পশুর হাট গুলি পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

শুক্রবার (০৮ জুলাই২২) ইং হবিগঞ্জ জেলায় পবিত্র ঈদ-উল-আযহা
উপলক্ষে জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটের
আইনশৃংখলা বজায় রাখা ও পশুর হাট গুলোর নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশ তাদের দায়িত্ব যথাযথ পালন করছে কিনা সেটি সরজেমিনে তদারকি করেন পুলিশ সুপার মহোদয়।

হবিগঞ্জ জেলায় ৫৫টি কোরবানির পশুর হাট ইতোমধ্যে বসেছে।

এ সব হাটে আইনশৃংখলা রক্ষার জন্য কাজ করছে জেলা পুলিশ, হবিগঞ্জ।

পরিদর্শনকালে পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন তিনি।

ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, হাটে পশু বিক্রয়কৃত টাকা কেউ যদি পুলিশ পাহাড়ায় বাড়ি নিয়ে যেতে ইচ্ছা পোষন করেন, তাহলে জেলা পুলিশ আপনাকে নিরাপদে পুলিশ পাহাড়ায় আপনার বাড়ি অথবা গন্তব্যস্থলে পৌঁছে দিবে।

হাটের আইনশৃংখলা ও নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের পক্ষ হতে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।

প্রতিটি কোরবানীর পশুর হাটের নিরাপত্তায় থানার নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পুলিশ কন্ট্রোলরুম, জালনোট শনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা।

যেকোান ধরনের অপ্রীতিকর ঘটনা সম্পর্কে পুলিশকে অবগত করতে বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, গোলাম মর্তুজা, অফিসার ইনচার্জ, হবিগঞ্জ সদর মডেল থানা, হবিগঞ্জ ও টিআই (প্রশাসন), হবিগঞ্জ!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।