মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!
হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৬ জুলাই২২) ইং বিকাল ৫ ঘঠিকায় সিলেট- শায়েস্তাগঞ্জ মহাসড়কের রোস্তমপুর টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, বিকেলে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি কে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী মারা যান।
এ সময় গুরুতর আহত দুজনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে আরও একজন মারা যান।!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।