হবিগঞ্জের বানিয়াচংয়ের পুলিশের অভিযানে ৪৯৬ পিছ ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার( ৪ আগষ্ট ২২)ইং হবিগঞ্জ বিচারক আদালতে মহিলা মাদক ব্যবসায়ী সোপর্দ করেন।
পুলিশ সুত্রে জানা যায় দিবাগত রাত্র ০১.৩৫ ঘটিকার সময় নবাগত অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে বানিয়াচং থানায় কর্মরত এসআই অমিতাভ দাস তালুকদার, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোছাঃ সাজিরুন খাতুন (৩৩), পিতা- মোঃ ইছরাব আলী, স্বামী/স্ত্রী মোঃ ছালেক মিয়া ,স্থায়ী: গ্রাম- দোয়াখানী (৩নং দক্ষিন পূর্ব ইউনিয়ন) , উপজেলা/থানা- বানিয়াচং, জেলা –হবিগঞ্জকে ৪৯৬ (চারশত ছিয়ানব্বই) পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
আসামীর বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদক মামলা রুজু করিয়া বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয় টি নিশ্চিত করেন বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
তিনি জানান মাদকের বিরুদ্ধে থানা এলাকায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, মারামারি রোধকল্পে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।