amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২

হবিগঞ্জের বাহুবলে দু-পক্ষের সংঘর্ষে ১জন নিহত আহত ১০

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ১৪, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি।

হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।উক্ত ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই২২)ইং সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত ব্যাক্তি হলেন বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের মতলিব মিয়ার ছেলে দুলাল মিয়া (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শংকরপুর গ্রামের মাষ্ঠার বাড়ী ও সর্দারবাড়ীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের একটি শালিস আগামীকাল শুক্রবার হওয়ার কথা ছিল। শালিসকে কেন্দ্র করে সর্দার বাড়ীর দুলাল মিয়া পার্শ্ববর্তী গোসাই বাজারে আসলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়।

এ ঘটনার খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে গুরুতর আহত দুলাল মিয়াকে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বাহুবল মডেল থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস ও অফিসার ইনচার্জ মোঃ রাকিব হোসেন জানান, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।