amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৪ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের বাহুবলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২২ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনা ঘটে।

রবিবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।নিহত যুবক উপজেলার লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া গ্রামের তাহির মিয়ার ছেলে মোঃ আলম মিয়া (২০)।

স্থানীয় সুত্রে জানা যায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলম মিয়া নিহত হয়েছে।খবর পেয়ে বাহুবল থানা পুলিশের একটি দল মিরপুর ইউনিয়নের ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করেন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

দ্বিমুড়া গ্রামের কুতুব মেম্বার গং দের সাথে কাজল মহরি গংদের বিরোধ ছিল।কিছুদিন পূর্বে কাজল মহরি গংদের লোকেরা বসিনা বাজারে প্রকাশ্যে কুতুব মেম্বারের উপর এলোপাতারি আক্রমণ করে।এতে করে কুতুব মেম্বার মারাত্মক আহত হয় এবং মামলা মোকাদ্দমা চলে।

বাবার উপর আক্রমণের প্রতিশোধ নিতে কুতুব মিয়ার ছেলেরা কাজল মহরিরর পক্ষের, তাহির মিয়ার ছেলে মোঃ আলমকে মিরপুর পেট্রোল পাম্পের কাছে একা পেয়ে চুরিকাঘাত করে।

ঘটনায় পুলিশ কুতুব মেম্বারের এক ভাইকে আটক করে জিজ্ঞেসা বাদ করেছেন।জিজ্ঞেসাবাদে খুনের ঘটনার সাথে জড়িত প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি তদন্ত প্রজিত কুমার দাস।

বিষয় টি নিশ্চিত করেন বাহুবল থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাস জানান, ঘটনা স্থলে পুলিশ নিয়োগ করা হয়েছে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শুনসান নিরবতা বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।