amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২

হবিগঞ্জের র‍্যাবের অভিযানে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ১৪, ২০২২ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা হতে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পে এর একটি আভিযানিক দল।

বৃহস্পতিবার( ১৪জুলাই)ইং দুপুরে র‍্যাব-৯ সিপিসি- ১ শায়েস্তাগঞ্জ বিজ্ঞপ্তিতে জানান!।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর মাদক বিরোধী অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে ৫১ কেজি গাঁজা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল- ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর থানার বড়ইউরি গ্রামের বাসিন্দা সখিচরণ সরকার এর ছেলে সুকুমার সরকার (৩১)।

র‍্যাব সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ১৩ জুলাই ২২ ইং হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

র‍্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টার প্রমাণ পাওয়া যায়।

মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।