amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৯ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের লাখাইয়ে পুনাক- সভানেত্রী তাহেরা রহমানের নেতৃত্বে ত্রান সামগ্রী বিতরন!

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ৯, ২০২২ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!
হবিগঞ্জ জেলা পুনাক এর উদ্যোগে লাখাই উপজেলার অসহায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়!

শনিবার( ০৯জুলাই ২২) ইং সকাল ১১:০০ ঘটিকার সময়
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর উদ্যোগে লাখাই উপজেলার বিভিন্ন এলাকার অসহায় বন্যার্ত পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেন!

পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের সহধর্মীনি হবিগঞ্জ জেলা পুনাকের সভানেত্রী মিসেস তাহেরা রহমান এর নেতৃত্বে পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দের অংশগ্রহণে এ সময় বন্যার্ত পরিবারের সদস্যদের হাতে ত্রান সামগ্রী তুলে দেয়া হয়।

বন্যা মোকাবেলায় জেলা পুলিশের পাশাপাশি পুনাক সভানেত্রী মিসেস তাহেরা রহমান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর অন্যান্য নেত্রীবৃন্দ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মোঃ সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ, লাখাই থানা, ওসি (তদন্ত) চম্পক দাম, পুলিশ পরিদর্শক (তদন্ত), লাখাই থানা, হবিগঞ্জ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।