amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২

হবিগঞ্জে বেআইনি কর্মকান্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে অর্থদন্ড প্রদান

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ১৪, ২০২২ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে রাস্তায় অবৈধ দোকান পাট রাস্তায় গাড়ি র্পাকিং লাইন্সেস বিহীন যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

বৃহস্পতিবার (১৪ জুলাই ২২) ইং দুপুরে লাখাই উপজেলায় জনস্বার্থে আইনশৃংখলা রক্ষায় বুল্লা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন।

এ সময় লাইসেন্সবিহীন মোটর যান, বুল্লা বাজার ব্রিজের উপর অবৈধভাবে পার্কিং, রাস্তার পাশে এবং মানুষের চলাচলের জায়গায় অবৈধভাবে দোকানপাট ও মালামাল রেখে জনগণের চলাচলের অসুবিধা সৃষ্টি সহ নানাবিধ বেআইনী কর্মকাণ্ড ও অপরাধের জন্য ১৪টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সর্বমোট ১২,৪০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় ব্রিজের ও রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মোবাইল কোর্ট চলাকালে লাখাই উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, মোবাইল কোর্টের বেঞ্চ সহকারী হৃদয় সূত্রধর সার্বিক সহযোগিতা করেন। অধিকন্তু, মোবাইল কোর্টের এই অভিযানে লাখাই থানা পুলিশের একটি টিম আইনশৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্টদের বুল্লা বাজার ব্রিজের উপর গাড়ি পার্কিং না করতে এবং রাস্তার পাশে জনগণের চলাচলের জায়গায় অবৈধভাবে দোকানপাট স্থাপন না করতে নির্দেশনা দেয়া হলো। জনস্বার্থে মোবাইল কোর্টের এই অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।