amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৭ জুলাই ২০২২

হবিগঞ্জে মাইক্রো বাস চাপায় পথচারী যুবক নিহত

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
জুলাই ২৭, ২০২২ ৬:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাশি গ্রামের কাশিপুর গ্রামে মাইক্রোবাস চাপায় মিজান মিয়া নামে এক পথচারী নিহত হয়েছে।

মঙ্গলবার( ২৬ শে জুলাই২২) ইং বিকাল সাড়ে ৫ টার দিকে বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের কাশিপুর গ্রামে ঘটনা টি ঘটে।

 

নিহত ব্যক্তি, বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মিজান মিয়া(১৭)।

স্থানীয় সুত্রে জানা যায় বাড়ির পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলো, এমতাবস্থায় একই গ্রামের প্রবাসী তাহির মিয়ার ছেলে ডুবাই প্রবাসী সেকুল মিয়া(২০) গ্রামের রাস্তা দিয়ে মাইক্রোবাস চালাচ্ছিলো।

মাইক্রোবাসটি চলন্ত অবস্থায় মিজান মিয়াকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

এসময় পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এসে মিজান মিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজান মিয়াকে মৃত ঘোষণা করেন।

মিজান মিয়ার মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ( ওসি) তদন্ত প্রজিত কুমার দাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।