amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৬ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ ডিবি পুলিশের এস আই অভিজিৎ-কে কর্মদক্ষতার জন্য স্বারক প্রদান করেন পুলিশ সুপার।

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ১৬, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!

হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১৬ জুলাই) বিকাল ০৪ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট পুলিশের অফিসার ইনচার্জ, ও এস আই ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল হাসান এর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি।জেলা গোয়েন্দা পুলিশের এস আই অভিজিৎ ভৌমিক কে সফল ভাবে দায়িত্ব পালন ও কর্মদক্ষতার জন্য পুলিশ সুপার এস এম মুরাদ আলী ক্রেস্ট ধন্যবাদ পত্র কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করেন।

এ সময় দির্ঘ সময় চাকুরীর দায়িত্ব পালন করে অবসর গ্রহণ কালীন ছুটি ও সংবর্ধনা প্রদান করা হয় ৪ পুলিশ সদস্য কে।

অত্র জেলার কং/৭০৯ মোঃ আজগর আলী, কং/১৭৪ গুনেন্দু চক্রবর্তী ও কং/১৭৫ শ্রী বিষসিন্দু মালাকার গণ দীর্ঘ চাকুরী জীবন সফলতার সহিত অতিক্রম করে আগামী ০১-০৮-২০২২ ইং পেনশন গ্রহণের নিমিত্তে অবসর উত্তর ছুটিতে গমণ করবেন এই উপলক্ষে অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয় উনাদের অবসর উত্তর সংবর্ধনা প্রদান করেন।

এ সময় তিনি অত্র জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।