amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৮ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

মোহাম্মদ মহিউদ্দিন
নভেম্বর ৮, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে দায়ের করা মামলা মোহাম্মদ নাছির আহমেদ প্রকাশ মামা নাছির (৪০) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। ৮ই নভেম্বর (শুক্রবার) বেলা তিনটায় ফতেয়াবাদ এলাকা থেকে মামলার এজাহার নামীয় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি, হাটহাজারী উপজেলার ১২নং চিকনদন্ডি ইউনিয়ন ফতেয়াবাদ স্কুলের পূর্ব পাশে আনোয়ার আলী টেন্ডাল এর বাড়ীর মোহাম্মদ ভোলা প্রকাশ চিটিং ভোলার পুত্র।

উপজেলার ১২নং চিকন্দন্ডি ইউনিয়ন আ.লীগের নেতা মোহাম্মদ নাছির আহমেদ প্রকাশ মামা নাছিরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ওসি হাবিবুর রহমান বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় মোহাম্মদ নাছির আহমেদ প্রকাশ মামা নাছির (৪০) গ্রেফতার করা হয়েছে ফতেয়াবাদ এলাকা থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।