হাটহাজারীতে আট ঘন্টার ব্যবধানে নুসবাত জাহান মুক্তা (২২) নামে দুই সন্তানের মা এবং মো.ফাহিম (২৪) নামে এক অটোরিকশা চালকসহ মোট দুজন গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব দেওয়ান নগর মফিজ চেয়ারম্যান বাড়ি এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসায় এবং একইদিন বেলা এগারটার দিকে একই ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়া এলাকার সড়ক ও জনপদ বিভাগ অফিস সংলগ্ন নবীদ আলী হাজি বাড়ির ছালে আহম্মদ ম্যানশনে এ ঘটনা ঘটে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।