চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পশ্চিম আলীপুর এলাকায় অবস্থিত উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র মারকযুত তা’লীম ওয়াত তারবিয়াহ হাটহাজারীতে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আটাশি দশকের ছাত্রনেতা মোহাম্মদ নাছির চৌধুরী সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানান এবং নিহত শিশুসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।
বৃহস্পতিবার মার্চের ২০ তারিখ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা শফিউল আলমের সভাপতিত্বে ও মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা এহসান উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি আরো বলেন আমি সামাজিক কাজ করতে ভালবাসি, মানুষের কল্যাণে কাজ করতে ভালবাসি, মানবতার কল্যাণে কাজ করতে ভালবাসি, এই মাদ্রাসার পাশে আমি সবসময় থাকবো ইনশাআল্লাহ। মাদ্রাসার উন্নয়নে তার সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এতে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী মোহাম্মদ ফারুক কোম্পানি ও ব্যবসায়ী মোহাম্মদ মোরশেদুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বমুহূর্তে দোয়া ও মোনাজাতে ফিলিস্তিনীবাসির শান্তি কামনা করা হয়।