amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে ইফতার সামগ্রী বিতরণ

মোহাম্মদ মহিউদ্দিন
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ২৭০ জন হত দরিদ্র পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংগঠন হাটহাজারী সমিতির আয়োজনে ও সামাজিক সংগঠন জাগৃতি’র সহযোগিতায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মো. আবুল হাশেম।

জাগৃতির অডিটোরিয়ামে সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন তারেকের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য রেজাউল করিম বাবলু, জাগৃতি’র সভাপতি মো. ওসমান, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাবেক যুগ্ন আহবায়ক শাহেদুল আজম শাহেদ, কামাল পাড়া যুব সংঘের সভাপতি মো. ওসমান গনি, উত্তর মাদার্শা জামসেদিয়া তরুণ সংঘের সভাপতি মো. রেজাউল করিম, গড়দুয়ারা সোশ্যাল ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম প্রমূখ। এসময় স্ব স্ব ইউনিয়নের প্রতিনিধিদের হাতে অতিথিরা ইফতার সামগ্রী তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।