amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে নিম্নমানের কৃষি যন্ত্রপাতি সরবরাহের বিরুদ্ধে মানববন্ধন

আবু নোমান
মার্চ ২০, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানি কর্তৃক নিম্নমানের যন্ত্রপাতির সরবরাহ করে কৃষকদের সাথে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হাটহাজারী উপজেলা কৃষক ও কৃষি উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার সামনে এই মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষি উদ্যোক্তারা।এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ভর্তুকিও মূল্যে যেসকল কৃষি যন্ত্রপাতি প্রদান করে তা অত্যন্ত নিম্নমানের। কিছুদিন ব্যবহারের পরেই এগুলো একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। নিম্নমানের কৃষি যন্ত্রপাতি ভর্তুকি মূল্যে দিয়ে তাদেরকে প্রতারিত করা হয়েছে। তারা আরও বলেন, বিভিন্ন কোম্পানির সাথে আঁতাত করে এসব কার্যক্রমে জড়িত রয়েছেন অনেক সরকারি কর্মকর্তাও। যার ফলে নিম্নমানের যন্ত্রপাতি সরকারের ছত্রছায়ায় সরবরাহে করেছে তারা। এতে, ভর্তুকি মূল্যে বলে তাদেরকে ঠকিয়েছে। এসময় কৃষকরা দাবি জানান এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণের।

এছাড়াও কৃষকরা এ সময় নিম্নমানের সার ও তাদেরকে প্রতিবাদ করলে কোম্পানিকর্তৃক হুমকি দেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের থেকে ভর্তুকি মূল্যের যে চেক নাও হয়েছে তা দিয়ে মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছে যন্ত্রপাতি সরবরাহকারী কোম্পানিগুলো। এতে অনেক কৃষক ঝুঁকিতে রয়েছেন বলেও জানান উপস্থিত কৃষকরা‌। পাশাপাশি নিম্নমানের সার দিয়ে প্রতারণা করে যাচ্ছেন ডিলাররাও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। উল্লেখিত বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি জানান কৃষক ও কৃষি উদ্যোক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।