amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২

সুমন পল্লব
জুন ২৫, ২০২৩ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে গতকাল শনিবার প্রতিপক্ষের হামলায় মোঃ আবু তাহের (৫৫) পিতা মৃত আবুল কাসেম নামে এক ব্যাক্তি মারা গেছে। হামলায় এক মহিলাসহ আরো দুই জন আহত হয়েছে। উপজেলার ৯ নং গড়দুয়ারা ইউনিয়নের লোহারপোল বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়িতে দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে।

স্হানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে গড়দুয়ারা ইউনিয়নের লোহারপোল বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়িতে প্রতিপক্ষের হামলায় মোঃ আবু তাহের নামে এক ব্যাক্তি মারা গেছে। এই ঘটনায় নিহতের পুত্র মোঃ আজম (৩৫) ও তার মা নূর নাহার বেগম (৫০) নামে আরো দুই জন আহত হয়েছে। আহতদের স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক ডাঃ নিলয় আবু তাহেরকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্হল পরিদর্শন করেন।

নিহতের ছেলে আহত মোঃ আজম জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা আটটার দিকে তার চাচা সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে অর্তকিত তাদের উপর হামলা চালায়। হামলায় তার পিতা মারা যায়। ঘটনার পর হামলাকারীরা তাদের স্বাস্থ্য কমপ্লেক্স আসতে বাধা দেন। পরে স্হানীয়দের সহযোগিতায় রাত সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তার পিতাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়
গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার ঘটনার সত্যতা গণমাধ্যমের নিকট স্বীকার করেন।
থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা গনমাধ্যমকে নিশ্চিত করে বলেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।