প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে “২৩ সালে ২৩ লাখ” বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে হাটহাজারীতে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন হয়েছে।
শনিবার (১জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটহাজারীর সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কর্মসূচীর উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাছনিম আক্তার কাকলি’র সঞ্চালনায় উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন শিকদার, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিঃ) নিয়াজ মোর্শেদ, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, ফতেপুর ইউপি চেয়ারম্যান জায়নুল আবেদীন, নাঙ্গলমোড়ার হারুনুর রশিদ, ছিপাতলীর নুরুল আহসান লাভু প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, মিডিয়াকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সর্বোচ্চ ও সফলভাবে বৃক্ষরোপণকারী সংগঠন এবং ইউনিয়নকে এক লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দেন প্রধান অতিথি।