amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অর্ধ লক্ষ টাকা জরিমানা

এম ওসমান গনি
মার্চ ৮, ২০২৩ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে যানজট সৃষ্টিকারী বিভিন্ন পরিবহন, ফুটপাত ও দোকানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। মঙ্গলবার ৭ই মার্চ বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৮ পর্যন্ত হাটহাজারী বাসস্ট্যান্ড, জাগৃতি মোড় ও কাচারি সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১২ মামলায় ৫১,৫০০ টাকা জরিমানা ও হাটহাজারী বাসস্ট্যান্ড ও জাগৃতি মোড়ে যানজট সৃষ্টিকারী সিএনজি ও ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়। পরেকাচারি সড়কে দোকানের সামনের ফুটপাত দখলকারী বিভিন্ন দোকানকে জরিমানা করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৬ মামলায় ৫ হাজার ৫০০ টাকা এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৬ মামলায় ৪৬ হাজার টাকা অর্থাৎ মোট ১২ মামলায় ৫১,৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ফুটপাতে থাকা একটি ফ্রিজ ও পথিক যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অন্যান্য সামগ্রী আটক, ৫ টি ব্যাটারিচালিত রিকশা আটক করে ২০টি ব্যাটারি জব্দ করা হয়। ফুটপাত থেকে জব্দকৃত বেশকিছু ফল ৩টি এতিমখানায় বিতরণ করা হয়।এতিমখানাগুলো হলো পৌরসভার ৭ নং ওয়ার্ডে হামিদিয়া রহমানিয়া হেফজখানা ও এতিমখানা, পূর্ব দেওয়ান নগর শাহ রজভিয়া আজিজিয়া সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানা, পশ্চিম দেওয়ান নগর গাউসিয়া আজিজিয়া তৈয়বিয়া কোরআন মাদরাসা।
এ সময় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, যানজট নিরসনে জেলা প্রশাসক স্যার ৪ উপজেলার অংশীজনদের নিয়ে হাটহাজারীতে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় উঠে আসা বিভিন্ন বিষয় ও সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা মাইকিং করি ও সময় বেধে দেই। সে সময় অতিক্রান্ত হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয় এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। তবে, যানজট নিরসনে সবার আগে প্রয়োজন সংশ্লিষ্ট সবার সচেতনতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।