amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীর অধ্যক্ষ মীর কফিলের জানাজায় জনতার শ্রোত, দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ::
অক্টোবর ২১, ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মীর কফিল উদ্দীনের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সকালে নিহতের গ্রামের বাড়ি পৌরসভার মীরের খীল এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। এরআগে গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এই কৃতি শিক্ষাবিদের মৃত্যুতে হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লে. জে. (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, অ্যাডভোকেট মো. নূরুল আমিন, হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গুল মোহাম্মদ, হাটহাজারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস গাজী জাফর আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক কেশব কুমার বড়ুয়া ও এইচ এম মনসুর আলীসহ অনেকে শোক প্রকাশ করেছেন।

জানাজায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, হাইকোর্টের আইনজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, ভাই-বোন, আত্মীয় স্বজন, অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্যব্যাধি ক্যান্সারসহ নানা রোগ ভুগছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।