amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হালদায় রাতভর অভিযান, ০৫ হাজার মিটার নিষিদ্ধ ঘেরাজাল জব্দ

মুক্তকণ্ঠ ডেস্ক:
মে ১, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৫০০০ মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে একটি টিম।

গতকাল ৩০ এপ্রিল রাত ১১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে হালদা নদীর হাটহাজারী ও রাউজান উভয় পাশ থেকে মোট ০৯ টি জাল জব্দ করা হয়।

হালদায় আসন্ন প্রজনন মৌসুমকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে মৎস শিকারিরা উৎ পেতে বসে আছে এসকল মা মাছ শিকারের জন্য। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের আলোকে ইউএনও শাহিদুলের নেতৃত্বে একটি টিম রাত ১১ টার দিকে হাটহাজারীর গড়দুয়ারা এলাকায় অভিযান শুরু করে। ক্রমান্বয়ে মেখল, ছিপাতলী ও গুমান মর্দ্দন ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

অভিযানে সহযোগিতা করেন আইডিএফ মৎস কর্মকর্তা ফয়েজ রাব্বানী, মেখল ইউনিয়ন পরিষদ সদস্য মামুন ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ।

হালদায় আসন্ন ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক এর বিভিন্ন নির্দেশনা রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেনু উৎপানের পরিমাণ বাড়বে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পাশাপাশি হালদা পাড়ের সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।