সৌদি আরবে পবিত্র হজ পালন করতে এসে নিজ পরিবারের সাক্ষাত পেয়েছেন সিরিয়ান এক হজযাত্রী। আপন মা ও ভাইয়ের সাক্ষাত পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন ছেলে।
সম্প্রতি মক্কায় সিরিয়া থেকে যুদ্ধাহত হজযাত্রীদের একটি কাফেলা পৌঁছলে এমন দৃশ্যের অবতরণ ঘটে।
মাকে খুঁজে পাওয়া ব্যক্তির নাম আবু হামজা।তথ্য সূত্রে জানা যায়, পবিত্র মক্কায় সিরিয়ার আবু ইয়াসিন তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন।
তিনি অবগত ছিলেন যে,সিরিয়া থেকে যুদ্ধাহত একটি কাফেলায় তার মা ও ভাই রয়েছেন।এর কিছুক্ষণ পরে আবু হামজা তার ভাই ও মাকে খুঁজে পান। অশ্রুসিক্ত নয়নে তাদের সাক্ষাত ঘটে। দীর্ঘদিন পর সন্তানদের কাছে পেয়ে মা ও আবেগাপ্লুত হয়ে পড়েন।
আবু হামজা ৫ বছর আগে রাশিয়ান হামলায় আহত হয়ে পা হারান। এ বছর তিনি সিরিয়ান হজ কমিটি ও আবু তুর্কি ক্যাম্পেইনের তত্ত্বাবধানে পবিত্র হজ পালন করতে পবিত্র মক্কায় আসেন।
উল্লেখ্য,২০১৩ সাল থেকে সিরিয়ান হজযাত্রীদের নিয়ে কাজ করছে সিরিয়ান হায়ার হজ কমিটি। সংস্থাটি সিরিয়ার জাতীয় জোট (এসএনসি) ও বিরোধী পক্ষের লোকসহ হজ করতে আগ্রহীদের সৌদি আরব যাওয়ার ব্যবস্থা করে থাকে সংস্থাটি।
সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ আবু তুর্কির অর্থায়নে সম্প্রতি সিরিয়ার শারীরিকভাবে আহত ও প্রতিবন্ধী ৫২২ জনের হজ করার ব্যবস্থা করেন।