amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৯ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

১৪ দিনের মাথায় নিভে গেল ওমান প্রবাসীর জীবন প্রদীপ

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুন ২৯, ২০২২ ৮:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের ওমানে মোহাম্মদ ইকবাল ইকবাল (৩৯) বাংলাদেশি যুবক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ওমানের স্থায়ী সময় রাত দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মাত্র ১৪ দিন আগেই জীবিকার প্রয়োজনে ওমানে গিয়েছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। নিহত ইকবাল রাঙ্গুনিয়া উপজেলা মরিয়ম নগর ইউনিয়নের পাঁচবাড়ী গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে ওমান প্রবাসী শাহেদ আলম আশরাফী । ওমানে আবুল আওয়ালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হোটেল থেকে রাতে খাবার নিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিল ইকবাল। এই সময়ে একটি দ্রুতগামী গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

রেজায়ে মোস্তফা দঃ প্রবাসী পরিষদ এর সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায় ইকবাল হোসেন পরিবারের তিন ভাই দুই বোন এর মধ্যে দ্বিতীয়। ইকবাল ইতিপূর্বে দুবাইতেও কর্মরত ছিলেন। বছর দেড়েক আগে দেশে ফিরে বিয়ে করেন। এরপর নতুন ভিসায় গত ৮ ই জুন জীবিকার প্রয়োজনে ওমানে গিয়েছিলেন। মঙ্গলবার তার নিজের জন্য রাতে খাবার আনতে গিয়েছিলেন স্থানীয় একটি রেস্তোরাঁয় । ফেরার পথে গাড়ির ধাক্কায় মারা যান। দশ মাস বয়সী একজন পুত্র সন্তানও রয়েছে তার ।

লাশ খুব দ্রুত প্রেরণে অক্লান্ত পরিশ্রম ও বিশেষ সহযোগিতা করেছে বঙ্গবন্ধু পরিষদ ওমানের প্রচার সম্পাদক রেজায়ে মোস্তফা ও প্রবাসী পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক সাহেদ আলম আশরাফী।এদিকে গতকাল মঙ্গলবার ইকবালের মরদেহ বাংলাদেশে পৌঁছেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।