amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১ মে ২০২৩

বাঞ্ছারামপুর থেকে ৯০ কেজি গাঁজা ও একটি পিকআপসহ ৩ জন গ্রেপ্তার

এম রাসেল সরকার
মে ১, ২০২৩ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে ৯০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের পিকআপসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

্যাব জানায়, গত শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন বাঞ্ছারামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দশদোনা সাকিনস্থ হুমায়ুন কবির খন্দকারের বাড়ির সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে পিকআওপ রাখা বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন করে বাড়ির পরিত্যাক্ত ঘরে লুকিয়ে রাখার সময় ৯০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘড়ের বকুলের ছেলে মুন্না (২৪), দশদোনা গ্রামের হুমায়ুন কবির খন্দকারের ছেলে রিয়াদ কবির খন্দকার (৩৮), কুমিল্লার শোভারামপুরের মতি মিয়ার ছেলে সুমন (২১)।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।