amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৩ জেলায় বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

এস আই বাবু
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

২১-ই ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর উদ্যোগে  ৩ জেলায় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।খুলনা জেলা শাখা, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা, চট্টগ্রাম জেলা শাখায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর খুলনা জেলা শাখা এর উদ্যোগে ৭৩ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এটি খুলনা জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, শহীদ হাদিস পার্কে সকাল ১০ টা থেকে দুপুর ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে এবং পার্কে ঘুরতে আসা সাধারণ মানুষদের মধ্যে এই ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয় এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত অনুষ্ঠানে বিনামূল্যে মোট ৪৩৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এর আয়োজনে এবং খাড়েরা ইউনিয়ন ছাত্র-যুব সংগঠন এর সহযোগিতায় ৭৪ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়া জেলার অমর একুশে বইমেলা, খাড়েরা মোহাম্মদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পেইন টি সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মোট ৩০০ জন স্থানীয় মানুষ কে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে।

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি চট্রগ্রাম জেলা শাখা এর উদ্যোগে ৭৫ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এটি চট্রগ্রাম বিপ্লব উদ্যান, ২ নাম্বার গেট প্রাঙ্গণে দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৩১২ জন স্থানীয় মানুষ কে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে।

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির অনেকগুলো উজ্জ্বল একটি দিন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবারে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে রক্তের বিনিময়ে মাতৃভাষা বাংলা ছিনিয়ে এনেছিল। এরপর থেকেই তাদের স্মরণে প্রতি বছর এই দিনে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এই মাতৃভাষা দিবসকে মর্যাদা দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর একযোগে ৩টা জেলা তে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।