amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৩ ফুট উচ্চতার ২৩ বছরের অভিনেতা দিপু

রিয়েল তন্ময়
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

উচ্চতা ৩ ফুট এবং দেখতে ছোট বাচ্চার মতো হলেও রিথান আহমেদ দিপুর বয়স ২৩। তিনি অভিনয় করেন। ইউটিউবে তার অভিনয় করা বিভিন্ন নাটক ও অনুষ্ঠানের মিলিয়ন মিলিয়ন ভিউ। নতুন ভিডিও ছাড়লেই ভাইরাল হয়ে যায়।

ইউটিউবে তার পারফরম্যান্স দেখে চলচ্চিত্র অভিনয়ে সুযোগ করে দেন মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল। তার জন্য আলাদা চরিত্র সৃষ্টি করে সিনেমায় দিপুকে তুলে ধরেছেন। এ পর্যন্ত দিপুকে তিনটি সিনেমায় সুযোগ দিয়েছেন। সিনেমাগুলো হচ্ছে, যেমন জামাই তেমন বউ, ঘর ভাঙা সংসার ও জিম্মি। সিনেমাগুলো এ বছরই মুক্তি পাবে।

দিপু বলেন, শুরুতে নিজ থেকেই অভিনয় ও নাচের ভিডিও বানিয়ে নিজের ফেসবুক পেজে ছেড়ে দিতাম। সেখান থেকে ইউটিউবে ছড়িয়ে পড়ত এবং ভাইরাল হয়ে যেত। এতে উৎসাহিত হয়ে একের পর এক ভিডিও বানাতে থাকি।ইউটিউবে প্রায় দুইশ’ নাটকে অভিনয় করি। এগুলো দেখে ডিপজল মামা আমাকে ডেকে সিনেমায় সুযোগ করে দেন। তিনটি সিনেমায় সুযোগ পেয়েছি। সামনে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করব। আমার ইচ্ছা, সিনেমায় কাজ করা।

দীপু জানায়, তার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই। সে যে ব্লগ ও ভিডিও করে তা তার ফেসবুক পেজ ‘ছোট দিপু’তে আপলোড করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।