amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৭২ আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত, নিহত উদ্ধার ৪০

নিজস্ব প্রতিবেদেক:
জানুয়ারি ১৫, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

নেপালের পোখরায় প্রায় ৭২ জন আরোহী নিয়ে কাঠমান্ডুগামী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। ইয়েতি এয়ারলাইন্স দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। খবর এনডিটিভি 

ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্র সুদর্শন বারতৌলা নিউজ এজেন্সি এএফপিকে বলেন, কেউ বেঁচে আছে কিনা আমার সে সম্পর্কে কিছু জানি না।

বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে রওয়া দিয়েছেন উদ্ধারকর্মীরা।

স্থানীয় অফিস থেকে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।

এএইচ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।