
ঢাকা ⚪
মঙ্গলবার ️⚪
২৩ জুন ২০২৩ ইংরেজি ⚪
২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ⚪
২১ রবিউস সানি ১৪৪৭ হিজরি

ঈদে জনির কথায় রাসেল মৃধার নতুন গান
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন আরটিভি’র বাংলার গায়েন চ্যাম্পিয়ন রাসেল মৃধা। ‘বন্ধু-স্বজন’ শিরোনামে গানটির কথা লিখেছেন সাংবাদিক কামরুল হাসান জনি। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজন সাহা। স্টুডিও জয়ার ব্যানারে আগামী রবিবার (২৫ জুন) গানটি মুক্তি পাবে।