amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গুমানমর্দন আলী রাজার বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) মাহফিল অনুষ্ঠিত

desk report
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার গুমানমর্দনের আলী রাজার বাড়ির জনসাধারণ ও প্রবাসী পরিষদের যৌথ আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) উদযাপন উপলক্ষে ১৩তম আজিমুশশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) আলী রাজার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে আলী রাজার বাড়ি সমাজ কল্যাণ সমিতি ও আলী রাজার বাড়ি জামে মসজিদের সাবেক সভাপতি মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে মাহফিলে উদ্ধোধক ছিলেন এংকরেক্স মেহরীন সলিউশনের স্বত্বাধিকারী প্রকৌশলী জুলফিকার হোসাইন।

এতে মাসুদ হায়দার, মোঃ নিশাদ ও আসমানের পরিচালনায় প্রধান ওয়াইজেন ছিলেন ঢাকা শাহজাহানপুর গাউসুল আজম জামে মসজিদের খতিব ও মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শায়েখ সৈয়দ হাসান আল আযহারী।

মাহফিলের বিশেষণ ছিলেন গহিরা পৌরসভার খন্দকার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মাহবুবুল আলম আল কাদেরী, পরিষ্কার হাট মঙ্গে দেখা জামে মসজিদের খতিব মোঃ দেলোয়ার হোসেন কাদেরী।

উক্ত মাহফিলের নাতে রাসুল (সা) পরিবেশন করেন আল হাসসান ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের সদস্য শায়ের মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী।

পরে কিয়ামমিলাদ, দোয়া মোনাজাত ও তাবারক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের পরিসমাপ্তি হয়।

এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন মিলাদুন্নবী (সাঃ) পরিচালনা কমিটির মো:মিজানুর রহমান, মো:জাহেদ, মো:গিয়াস উদ্দিন, সাহাব মিয়া, মো:রফিক, আমিনুল হোক, নুর মিয়া, জাহেদ হোসাইন, দুলাল, জাফর, ফরহাদ, সিফাত।

এছাড়াও প্রবাসী মো :মোজাহেরুল হক, মো:তাজউদ্দীন, মো:খোরশেদুল আলম, মো:মোজাম্মেল হোক, মো:আবদুল মন্নান, মো:সোহেল রানা, মো:এরশাদ, মো:বাপ্পি, মো:মনজু, মো:ফয়জুল্লা, মো:শাহজাহান, মো:জুয়েল, মো:রাশেদ, মো:শাহদাত, শাহনেওয়াজ, মো:শাজাহান প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।