amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জবি শিক্ষার্থীদের ২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

মোহাম্মদ রাশেদ
আগস্ট ৪, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রুপরেখা ঘোষণা এবং আবাসন খাতে সম্পূরক বৃত্তির দাবিতে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জবির সাধারণ শিক্ষার্থীরা।

আজ ৪ আগস্ট ( সোমবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিলে দুপুর ১২ টা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করছে । গত বুধবার শিক্ষার্থীরা জকসুর রোডম্যাপ এবং সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য প্রশাসনকে ২দিন আলটিমেটাম দিয়েছিল। সেই প্রেক্ষিতে আল্টিমেটাম শেষ হলেও কোন স্পষ্ট বার্তা না আসার কারণে আজ শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।

অবস্থানরত শিক্ষার্থীদের মধ্য থেকে জানতে চাইলে এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ , জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম রাকিব বলেন, “আমরা গত বুধবার সম্পূরক বৃত্তি ও জকসুর রোডম্যাপের দাবিতে ২দিনের আল্টিমেটাম দিয়েছি কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত করছে না। তারা ভাবছে আমরা হয়তো হাল ছেড়ে দিবো কিন্তু তারা জানেনা আমরা শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি ও জকসুর দাবিতে যে কোনো কর্মসূচি দিতে বাধ্য হবো।”

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগনাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন,” জকসুর ব্যাপারে প্রশাসনের দীর্ঘদিনের তালবাহানা আমরা প্রত্যক্ষ করছি।জকসু আমাদের অধিকার, এই অধিকার নিয়ে আর কালক্ষেপণ শিক্ষার্থীরা মেনে নিবে না।অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা হলেও জবিতে কোনো অগ্রগতি নেই ছাত্রসংসদ নিয়ে। আমাদের অবস্থান কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে এই সপ্তাহের মধ্যে জকসুর নীতিমালা বিশেষ সিন্ডিকেটে পাশ করে মন্ত্রণালয়ে পাঠাতে হবে এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে কথা বলে ঠিক কবে থেকে সম্পূরক বৃত্তি দিবে সেটা জানাবে।”

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদ রায়হান রাব্বি বলেন,” গত বছরে জুলাইয়ের পরে জবি শিক্ষার্থীদের প্রথম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু একবছরেও এখনও নীতিমালা চূড়ান্ত হয়নি। সেপ্টেম্বরের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।
আমাদের লং মার্চ টু যমুনার প্রধান দাবি ছিল আবাসন ভাতা বা সম্পূরক বৃত্তি, কিন্তু সেটা জুলাই থেকে কার্যকর করার কথা বললেও কবে থেকে এই বৃত্তি বা ভাতা শিক্ষার্থীদের কাছে পৌছাবে সেই রোডম্যাপ এখনও প্রকাশ হয়নি।
আমাদের সোজা কথা দবি দুটি দ্রুত বাস্তবায়ন করতে হবে না হলে, আমরাতো কি করতে পারি সেটা পুরো বাংলাদেশই দেখেছে।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জবি শাখার আহবায়ক ফয়সাল মুরাদ বলেন, “সম্পূরক বৃত্তি এবং জকসু নিয়ে প্রশাসনের প্রহসন আর সহ্য করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীবিরোধী প্রহসন চলছেই। সম্পূরক বৃত্তি কবে নাগাদ শিক্ষার্থীরা পাবে, তা পরিষ্কারভাবে জানাতে হবে—ধোঁয়াশা চলবে না। আগামী ০৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবারের মধ্যে জকসুর নীতিমালা সিন্ডিকেটে অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জবি শাখার
মুখে সংগঠক, ফেরদৌস শেখ বলেন,” সম্পূরক বৃত্তি নিয়ে প্রশাসনের নিরবতা শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ তৈরি করেছে—আদৌ এটি বাস্তবায়ন হবেপ কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এ ধরনের সমস্যা মোকাবেলায় জরুরি হয়ে পড়েছে জকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা, যাতে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের দাবি সঠিকভাবে তুলে ধরে বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন।”

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জবি শাখার সদস্য সচিব, শাহিন মিয়া বলেন ‘”আমরা দীর্ঘদিন যাবত এই দাবিগুলো দিয়ে আসছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি যার কারণে আজকে আমরা আবার অবস্থান কর্মসূচিতে দিতে বাধ্য হয়েছি আমাদের সম্পূরক বৃত্তির ব্যাপারে নির্দিষ্ট তারিখ এবং জকসুর নীতিমালা পাশ ও রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।