চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে শান্তি ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন গন অধিকার পরিষদ হাটহাজারী উপজেলার সভাপতি মোঃ শোয়েব।
তিনি এক বিবৃতিতে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীকে সর্বোচ্চ মানবিক উপায়ে উভয় পক্ষকে সহিংসতা থেকে বিরত রাখতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত আলোচনার মাধ্যমে এলাকায় শান্তি ও সৌহার্দ্য ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া জরুরি।
মোঃ শোয়েব আরো বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও সতর্ক থাকতে হবে। একই সঙ্গে কোনো সন্ত্রাসী চক্র বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা আছে কি না, তা খতিয়ে দেখার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সরকারের প্রতি বিশেষ দৃষ্টি রাখার অনুরোধ জানান।