ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলার ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন, আব্দুল আলীম(৫০) ও মো নাজমুল হক(৩৮)।
বুধবার রাতে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ভিন্নরী পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল আলীম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ই আগষ্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করার লক্ষে ডাকাতিয়া ভিন্নরী পাড়া এলাকার শামীম মিয়া (২২), রনি আহাম্মেদ (২৫), নাছিমা আক্তার (৪২), হাসনা আক্তার (৪৫) এনি আক্তার (২৮), ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিদুল ইসলাম (৫৫) আলোচনা করতে থাকলে আব্দুল আলীম তাদের বাঁধাদেয়। পরে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল আলীম ও মোঃ নাজমুল হকের উপর হামলার চালিয়ে গুরুতর আহত করে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে নদগ ৭৭ হাজার টাকা ও ১লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের গহনা লোট করে পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।