ময়মনসিংহের ভালুকায় এক পোশাক শ্রমিককে মারধর,ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ভরাডোবার কিশোরগ্যাং লিডার আদিত্যর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পোশাক শ্রমিক রাজীবের মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেলো রাতে পোশাক শ্রমিক রাজীবের ডিউটি শেষে বাড়িতে ফেরার পথে উপজেলার ভরাডোবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আহনাফ তাজৌরে আদিত্য গতিরোধ করে। পরে আদিত্য ও স্থানীয় ফারুক ড্রাইভারের ছেলে নয়ন সহ অজ্ঞাত ২/৩ জন ওই পোশাক শ্রমিকের উপর এলোপাথাড়ি হামলা চালিয়ে গুরুতর আহত করে ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ও নগদ ৩৫০০ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী রাজীব ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।