amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় আদিত্য গ্যাং এর হামলায় পোশাক শ্রমিক আহত, মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় এক পোশাক শ্রমিককে মারধর,ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ভরাডোবার কিশোরগ্যাং লিডার আদিত্যর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী পোশাক শ্রমিক রাজীবের মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেলো রাতে পোশাক শ্রমিক রাজীবের ডিউটি শেষে বাড়িতে ফেরার পথে উপজেলার ভরাডোবা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে আহনাফ তাজৌরে আদিত্য গতিরোধ করে। পরে আদিত্য ও স্থানীয় ফারুক ড্রাইভারের ছেলে নয়ন সহ অজ্ঞাত ২/৩ জন ওই পোশাক শ্রমিকের উপর এলোপাথাড়ি হামলা চালিয়ে গুরুতর আহত করে ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ও নগদ ৩৫০০ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী রাজীব ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।